আফগানদের বিপক্ষে চরম বিপাকে বাংলাদেশ

চট্রগ্রামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ৯৯ ওভার খেলে ৯ উইকেটে ২৮৯ রানের পর ইনিংস ঘোষনা করেছে আফগানিস্তান। জবাবে ব্যাট করতে নেমে বিপাকে স্বাগতিক বাংলাদেশ।

আফগানদের বিপক্ষে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক বিজয় ও সোব্বির হোসেন।দলীয় স্কোর যখন ১৬ তখন খেয় হারান সাব্বির হোসেন।মাত্র ৪ রান করে সাপুর জাদরানের বলে ইহসানউল্লাহর হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।এরপর দলীয় ২৭ রানের সময় রশিদ খানের লেগবিফোরের ফাঁদে ধরা পড়েন অভিজ্ঞ এনামুল।সাজঘরে ফেরার আগে ১৯ রান করেন বিজয়।

বিরতির সময় ১১ ওভার ৫ বলে বিসিবি একাদশের সংগ্রহ ২ উইকেটে ২৭ রান। ফজলে মাহমুদ ৪ রানে অপরাজিত আছেন।

এর আগে দ্বিতীয় দিনে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রশিদ খান ও আফসার জাজাই। দিনের শুরুতেই অবশ্য রশিদ খানকে ফিরে দেন সুমন খান। পরবর্তী কায়েস আহমদেকে নিয়ে জুটি গড়েন জাজাই। সব মিলিয়ে দ্বিতীয় দিনে আরো ৪৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করে রশিদ খানের দল।

বিসিবি একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন আল আমিন জুনিয়র। এছাড়াও ৩ উইকেট নেন সুমন খান।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর