ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত বারাশিয়া নদীতে পাট জাগ দেয়ার ফলে নদীর পানি পচে দূষিত হয়ে পড়েছে।বাতাসে দুর্গন্ধ ছড়াচ্ছে।স্বচ্ছ,টলটলে বারাশিয়া নদীর পানি পচে কালো বর্ণ ধারণ করেছে।ফলে স্থানীয় বাসিন্দারা এই পানি গোসল কিংবা গৃহস্থালির কাজে ব্যবহার করতে পারছে না।পানি পচে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।
এ অঞ্চলের পাট চাষিরা বর্তমান জমির কাটা পাট নিয়ে মহা বিপাকে পড়েছেন।এসব এলাকায় সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল, ডোবা-নালায় পানি নেই বললেই চলে।এমনকি নদীর পাশের বিলগুলোতে পানি তো দূরের কথা,মাটি ফেটে চৌচির হয়ে গেছে। তাই পাট চাষিরা বাধ্য হয়েই বারাশিয়া নদীতে পাট জাগ দিচ্ছে।
বার্তাবাজার/কে.জে.পি