বেলের জোড়া গোলের দিনেও হতাশা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল

আজকের ম্যাচে ভাগ্যদেবী বেলের দিকে মুখ তুলে তাকিয়েছে, আবার মুখ ফিরিয়ে নিতেও দেরি করেনি! বেল ম্যাচে জোড়া গোল করেছেন। শেষ মুহূর্তে দুবার হলুদ কার্ড দেখে মাঠও ছেড়েছেন। বেলের এমন দিনে ভিয়ারিয়ালের মাঠে গিয়ে ২-২ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১২ মিনিটেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। রক্ষণের দুর্বলতায় ম্যাচের শুরুতেই গোল খেয়ে বসে রিয়াল। মাঝমাঠে সের্হিও রামোসের ভুলে বল পেয়ে জেরার্দ মোরেনো এগিয়ে গিয়ে ডিফেন্ডার রাফায়েল ভারানের দুই পায়ের ফাঁক দিয়ে ডি-বক্সে সতীর্থকে পাস দেন। ক্যামেরুনের ফরোয়ার্ড তোকো একাম্বির দুর্বল শট গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। আলগা বল সহজেই জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড মোরেনো।

শুরুতেই পিছিয়ে পড়া রিয়ালের খেলোয়াড়েরা তখন গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকেন। বেনজেমা-বেল কিংবা ক্যাসেমিরো-ভাসকেজদের কেউই গোলের মুখ দেখছিলেন না। প্রথমার্ধে নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত সময়ে বেলের গোলে সমতায় ফেরে জিদান শিষ্যরা। কার্বাহালের বাড়ানো বল থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান রিয়ালের এই ওয়ালস তারকা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে মুহূর্তের ব্যবধানে দুটি ভালো সুযোগ পায় রিয়াল। দুটি প্রচেষ্টাই রুখে দেন গোলরক্ষক আন্দ্রেস ফের্নান্দেস।

৬০তম মিনিটে জালে বল পাঠিয়েছিলেন বেনজেমা। কিন্তু ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

৭৫তম মিনিটে আবারও গোল খেয়ে বসে রিয়াল। হাভিয়েরের গোলমুখে বাড়ানো বল টোকা দিয়ে ঠিকানায় পাঠান স্প্যানিশ মিডফিল্ডার মোই গোমেস।

৮৬তম মিনিটে হার এড়ানো গোলের দেখা পায় রিয়াল। লুকা মদ্রিচের পাস ডি-বক্সে পেয়ে এক জনকে কাটিয়ে নিচু শটে কাছের পোস্ট দিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন বেল।

৩০ বছর বয়সী এই উইঙ্গারই ভিয়ারিয়াল ম্যাচে দলের নায়ক। অবশ্য ম্যাচে তার শেষটা হয়েছে হতাশায়। যোগ হওয়া সময়ে পরপর দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় বেলকে।

তিন ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর