কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের মেশিন পুড়িয়ে ‍দিল ভ্রাম্যমান আদালত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইটি শ্যালো মেশিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রবিবার দুপুরে উপজেলার চরহাজারী ইউনিয়নে ভ্রাম্যমান আদালত মেশিনগুলো পুড়িয়ে দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিন জানান, উপজেলার চরহাজারী আবু মাঝির হাট সংলগ্ন ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন করছে গোপন খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে দুইটি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। এসময় বালু উত্তোলনে ব্যবহ্নত পাইপগুলো ধ্বংস করা হয়।

এসময় তিনি আরো জানান,অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের বিষয়ে প্রশাসন সোচ্চার রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর