জাবির উন্নয়ন প্রকল্প; স্বচ্ছতা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উন্নয়ন প্রকল্প নিয়ে চলছে অভিযোগ পাল্টা অভিযোগের তীর। শিক্ষার্থীদের তিন দফা দাবি ও প্রকল্পের অর্থ লুটপাটের প্রতিবাদে চলমান আন্দোলন নিয়ে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ।

অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক দাবি করে উন্নয়ন প্রকল্পে বাঁধা না দেয়ার আহ্বন জানিয়ে আরেকটি সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।

রবিবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করেন। এসময় তারা লিখিত বক্তব্যে প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একইসাথে তারা আন্দোলনরত এক শিক্ষার্থীর উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর পক্ষ থেকে আল্টিমেটামসহ আগামী মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে অবরোধ কর্মসূচীর ঘোষণা দেওয়া হয়।

বলা হয় আগামীকাল (সোমবার) অবরোধের পক্ষে বিশ্ববিদ্যালয়ে মিছিল এবং মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করা হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম পাপ্পু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শোভন, ছাত্র ফ্রন্ট জাবি সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, ছাত্র ফ্রন্ট জাবি সংসদের (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার সমন্বয়ক আবু সাঈদ, মুখপাত্র খান মুনতাসির আরমান, আহ্বায়ক শাকিল উজ্জামান, যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির প্রমুখ ব্যক্তিবর্গ।

সম্মেলন শেষে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ে গানের মিছিল বের করা হয়।

এদিকে মহাপরিকল্পনা নিয়ে লুটপাটের মিথ্যা অভিযোগে অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে উন্নয়ন প্রকল্পকে বাঁধাগ্রস্ত করার হীন চক্রান্ত চলছে বলে দাবি করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। রোববার বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষক লাউঞ্জে এক প্রতিবাদী সংবাদ সম্মেলনে এমনটি দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ উন্নয়ন পরিকল্পনার অর্থ লুটপাটের ঘটনা অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেন। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী মিথ্যা অভিযোগের ভিত্তিতে উন্নয়ন কাজে বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনার যাবতীয় কার্যক্রম স্বচ্ছভাবে চলছে দাবি করে সবাইকে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের লক্ষ্যে সহযোগীতার আহ্বান জানান।

এ সময় বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, অধ্যাপক নীলাঞ্জন সাহা, অধ্যাপক মো. হানিফ আলী, অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক ফরহাদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর