সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পাল্টাপাল্টি কর্মসূচি

পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে দিয়ে সাতক্ষীরায় পালিত হলো বিএনপি’র ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটি পালন উপলক্ষে রবিবার বিকালে দলের সাধারন সম্পাদক শেখ তারিকুল হাসানের নেতৃত্ব সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলা হয়, তিনি দেশে চলমান একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেন। বিএনপি’র সামনে এখন শুধুই আন্দোলন আর সংগ্রাম উল্লেখ করে তারা বলেন, আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করে গণতন্ত্র পুনরুজ্জীবন ঘটাতে হবে।

এ সময় আরও বক্তব্যে রাখেন, বিএনপির সাবেক সাধারন সম্পাদক কামরুল ইসলাম ফারুক, বিএনপি নেতা এড. আব্দুস সাত্তার, তাঁতী দলের সভাপতি রফিকুল আলম বাবু, যুবদলের সাবেক সভাপতি আবুল হাসান হাদি, সাবেক সম্পাদক আইনুল ইসলাম নান্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক এড. কামরুজ্জামান ভুট্টো, ছাত্রদল সভাপতি সাজিব, সাধারন সম্পাদক চন্দন, মৎস্যজীবী দলের সভাপতি তুহিন প্রমূখ।

এদিকে, জেলা বিএনপি’র সভাপতি রহমাতুল্লাহ পলাশের নেতৃত্বে শহরের নিরিবিলি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্যে রাখেন, সাবেক সাধারন সম্পাদক এড. সৈয়দ ইফতেখার আলি, এড. আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, পৌর বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা এড. তোজাম্মেল হোসেন তোজাম, শের আলী, সোহেল আহমেদ মানিক, যুবদল সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারন সম্পাদক হাফিজুর রহমান মুকুল প্রমূখ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর