সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ নিধন

জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে উপজেলার বলারদিয়ার গ্রামের সুরুজ মন্ডলের ২বিঘা জমির ১টি পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুকুরে থাকা সব মাছ মরে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন পুকুরের মালিক।
পুকুরের মালিক সুরুজ মন্ডল বলেন, রোববার সকালে পুকুরের মাছ ভেসে উঠতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়। খবর শুনে পুকুরের পাড়ে গিয়ে দেখি পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে। পুকুরে বিষ প্রয়োগের ফলে পুকুরে থাকা রুই, কাতল, গ্রাসকাপ, সরপুটি, কারপু, তেলাপিয়াসহ বিভিন্ন কার্প জাতীয় মাছ মারা গেছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর