ট্রাফিক সচেতনতা সৃষ্টির লক্ষে পাকুন্দিয়ায় র‌্যালি

জনগণের মাঝে ট্রাফিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পাকুন্দিয়া থানা পুলিশের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) র‍্যালি দুপুরে পৌরসদর বাজারের বিভিন্ন প্রদক্ষিণ করে থানা চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন ( ওসি) তার বক্তব্যে বলেন, দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল আরোহীদের হেলমেট এবং লাইসেন্স থাকতে হবে, হেলমেট মোটরসাইকেল চালকদের দুর্ঘটনার পরও জীবন রক্ষা করতে সহায়ক। তাই সকল মোটরসাইকেল চালককে তিনি হেলমেট ব্যবহারের পরামর্শ দেন।

পাকুন্দিয়া পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক মোতায়েম হোসেন সপন, বুরুদিয়া ইউপির চেয়ারম্যান রুবেল মিয়া সহ থানার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর