কিশোরগঞ্জে পুলিশি বাধায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী পণ্ড

কিশোরগঞ্জে পুলিশের বাধার কারণে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি করতে পারেনি জেলা বিএনপি। তবে পুলিশি বাধার আগে সকাল থেকেই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের বিভিন্ন এলাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদল খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেছে।

রোববার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে সমাবেশ করে বিএনপি। সকাল ১১টার দিকে মিছিল নিয়ে তারা শহরের রথখলা ময়দানে এসে জড়ো হতে থাকে। পরে দুপুরে বিশাল সমাবেশ করে।

সমাবেশ শেষ করে দুপুর পৌনে দুইটার দিকে খালেদা জিয়ার ব্যানার নিয়ে নেতাকর্মীরা র‌্যালি বের করতে চাইলে রথখলা ময়দানের পাশে মানসী সিনেমা হলের সামনে পুলিশ র‌্যালিটি আটকে দেয়। ছিনিয়ে নেয়া হয় ব্যানার। এ সময় জেলার নেতাদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়। বাধার মুখে এক পর্যায়ে পিছু হটে বিএনপির নেতারা। পরে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম র‌্যালির সমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান শেষ করেন।

রথখলা ময়দানে শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম, যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদল সভাপতি মো: মারুফ মিয়া প্রমুখ।

সমাবেশ থেকে নেতারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও রাতের ব্যালটে ক্ষমতায় আসা সরকারের পদত্যাগ দাবি করেন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর