ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাভারে গৃহবধূর মৃত্যু

ঢাকার সাভার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা বেগম (৩৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) রাত ১১টার দিকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এব্যাপারে খাজিদার স্বামী হাবিবুর রহমান জানান, তার স্ত্রীর জ্বর হলে গত ২৫ আগস্ট সাভারের সুপারে নিয়ে গেলে সেখানের পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এরপর ২৮ আগস্ট জ্বরের পরিমাণ বেড়ে গেলে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ৩১ আগস্ট বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। পরে রাত ১১টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার স্ত্রী মারা যান।

প্রসঙ্গত,ডেঙ্গু জ্বরে মৃত খাদিজা বেগম পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার দক্ষিণ বন্দনী গ্রামের আব্দুল মালেকের মেয়ে। তিনি সাভারের ছায়াবিথী এলাকায় স্বামী হাবিবুর রহমানের সঙ্গে বাস করতেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর