বিহারির সেঞ্চুরির পর বুমরাহর হ্যাটট্রিক, দ্বিতীয় টেস্টেও এগিয়ে ভারত

টেস্টের দ্বিতীয়দিন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে ভারতের দাপাদাপি। প্রথমদিনের শেষে অপরাজিত হনুমা বিহারীর শতরানে ভর করে এদিন প্রথম ইনিংসে ৪০০ রানে গন্ডি পেরিয়ে যায় টিম ইন্ডিয়া। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট হাতে নামলে জসপ্রীত বুমরাহর হ্যাটট্রিকে দ্বিতীয় টেস্টের রাশও নিজেদের দখলে নিয়ে নেয় কোহলিব্রিগেড। প্রথম ইনিংসে ভারতের ৪১৬ রানের জবাবে দ্বিতীয়দিনের শেষে ৮৭ রানে ৭ উইকেট খুঁইয়ে ধুঁকছে স্বাগতিকরা।

দ্বিতীয়দিনের প্রথম বলে জেসন হোল্ডারের বিষাক্ত ইনস্যুইংয়ে পন্ত ঠকলেও টলানো যায়নি হনুমা বিহারীকে। প্রথমদিনের শেষে ৪২ রানে অপরাজিত ব্যাটসম্যান দ্বিতীয়দিন তার ইনিংসকে শতরানে রুপান্তর করেন। প্রথমে রবীন্দ্র জাদেজাকে সঙ্গে নিয়ে অর্ধশতরানের পাশাপাশি দলের রান তিনশো পার করেন বিহারী। এরপর অষ্টম উইকেটে ইশান্ত শর্মাকে নিয়ে তার ১১২ রানের পার্টনারশিপে দলের রান চারশোর গন্ডি ছাড়িয়ে যায়। পাশাপাশি নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক শতরানটি পূর্ণ করে নেন বিহারী।

বিহারীর পাশাপাশি টেস্ট ক্রিকেটে এদিন ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ইশান্তও। অষ্টম উইকেটে বিহারীকে যোগ্য সঙ্গত দিয়ে দলকে রানের পাহাড়ে চাপিয়ে দিতে সাহায্য করেন এই পেসার। ৯ বছর আগে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস টপকে এদিন ক্যারিয়ারের প্রথম অর্ধশতরানটি পূর্ণ করেন ইশান্ত। ৭টি বাউন্ডারির সাহায্যে ৮৯ বলে ৫৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দলীয় ৪১৪ রানের মাথায় ইশান্ত ফেরার পর আর দীর্ঘস্থায়ী হয়নি ভারতের ইনিংস। ৪১৬ রানে ভারতের প্রথম ইনিংসের যবনিকা পতন হয়। ১৬টি বাউন্ডারির সাহায্যে ২২৫ বলে ১১১ রানের দামী ইনিংস খেলে আউট হন বিহারী।

জবাবে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামলে কিংস্টন দেখল ‘বুম বুম বুমরাহ শো’। হ্যাটট্রিক সহ ৬ উইকেট নিয়ে দ্বিতীয়দিন ক্যারিবীয়ান ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিলেন জসপ্রীত বুমরাহ। ব্যক্তিগত তৃতীয় ওভারে ওপেনার জন ক্যাম্পবেলকে ফেরানোর পর চতুর্থ ওভারে পর পর তিন বলে বুমরাহর শিকার হন ডারেন ব্র্যাভো, শামার ব্রুকস ও রস্টন চেস।ক্যারিবীয়ানদের দলীয় ২২ রানের মধ্যে টেস্ট ক্রিকেটে অভিষেক হ্যাটট্রিক সহ ৫ উইকেট তুলে নেন বুমরাহ। এরপর ষষ্ঠ উইকেটে মূল্যবান ৪৫ রান যোগ করেন হেটমেয়ার-হোল্ডার জুটি।দ্বিতীয়দিনের খেলা শেষ হওয়ার আগে সেট হয়ে যাওয়া এই দুই ব্যাটসম্যানের উইকেটও হারায় ওয়েস্ট ইন্ডিজ।

৩৪ রানে মোহাম্মদ শামির ডেলিভারিতে ক্লিন বোল্ড হন হেটমেয়ার। ১৮ রানে পরিবর্ত রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে বুমরাহর ষষ্ঠ শিকার হন অধিনায়ক হোল্ডার। দিনের শেষে ৭ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮৭ রান। প্রথম ইনিংসে ৩২৯ রানে পিছিয়ে তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর