ভুল চিকিৎসায় এসআই’র মৃত্যু

পিরোজপুরের স্বরূপকাঠীতে ডাক্তারের ভুল চিকিৎসায় সুজন হালদার (৪৭) নামের এক এসআই’র মৃত্যুর অভিযোগ উঠেছে।

শনিবার রাতে গ্রাম্য চিকিৎকের কাছে চিকিৎসা নিতে এসে মারা যান সুজন হালদার।নিহত ওই এসআই উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের মৃত বিরেন্দ্র নাথ হালদারের পুত্র।

নিহতের স্ত্রী স্কুল শিক্ষিকা তপু রানী মন্ডল জানান, তার স্বামী বরিশালের আগৈঝাড়া থানা পুলিশের এসআই হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটি নিয়ে শনিবার বিকালে বাড়িতে আসেন। ওই রাতে সামান্য পেটের ব্যথা অনুভব করলে স্থানীয় পল্লী চিকিৎসক শুরেশ চন্দ্রের চিকিৎসা নেন। এতে ওই ডাক্তার তাকে ইনজেকশন দিলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

তিনি জানান, ওই রাতের ১২টার দিকে সুজন হালদারকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসমত আরা জাকিয়া জানান, তাকে মৃত অবস্থায় হাসপাতরে নিয়ে আসা হয়েছে।

বার্তবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর