শেখ আমানুল্লাহ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

বরেণ্য ভাষা সৈনিক, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার বিনম্র শ্রদ্ধা, ভক্তি, পুস্পস্তবক অর্পণ ও দোয়া কামনার মধ্য দিয়ে কলারোয়ার ঝাঁপাঘাট গ্রামের সমাধিস্থলে মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সূধিবৃন্দ।

দিবসটি উপলক্ষ্যে কলরোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও পাবলিক ইনস্টিউটের আয়োজনে শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে বিকালে প্রয়াত’র স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ প্রফেসর আবু নসর। সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ, মরহুমের জ্যেষ্ঠ কণ্যা শিক্ষিকা আফরোজা বানু, শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, পাবলিক ইনস্টিউট’র সাধারন সম্পাদক এ্যাড: শেখ কামাল রেজা।

শিক্ষক নেতা সহকারি প্রধান শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর অনুষ্ঠান ও দোয়া পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, অধ্যাপক রেজাউল ইসলাম, কলেজ শিক্ষক নেতা অধ্যাপক আবুল খায়ের, প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রভাষক রফিকুল ইসলাম, সহকারি অধ্যাপক তপন মন্ডল, প্রধান শিক্ষক রুহুল আমিন, প্রধান শিক্ষক আব্দুল আলিম,প্রধান শিক্ষক সামছুল হক, শিক্ষক নেতা আসাদুজ্জামান আসাদ, অধ্যাপক কামরুজ্জামান পলাশ,শিক্ষক নেতা বদরুজ্জামান, সাংবাদিক মাস্টার সামছুর রহমান লাল্টু, মাস্টার শেখ শাহাজান আলী শাহীন, মাস্টার সহিদুল ইসলাম, মাস্টার উৎপল কুমার সাহাসহ শিক্ষার্থী ও সূধিবৃন্দ।

এর আগে শনিবার সকালে সমাধিস্থলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন প্রধান শিক্ষক বদরুর রহমান।

সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত শেখ আমানুল্লাহ’র জ্যেষ্ঠ কন্যা শিক্ষিকা আফরোজা বানু, কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্লাহ আমান,প্রধান শিক্ষক আজহারুল ইসলামসহ শিক্ষক নেতৃবৃন্দ, কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা কলেজ শিক্ষক সমিতি, মাদরাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, শিক্ষক নেতা সাংবাদিক শেখ প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুলসহ ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ।

উল্লেখ্য, ২০১৩ সালের ৩১ আগস্ট ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য ভাষা সৈনিক ও শিক্ষক নেতা আলহাজ্ব শেখ আমানুল্লাহ।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর