এনআরসি থেকে বাদ পড়ারা কোনোভাবেই বাংলাদেশি না

ভারতের আসাম রাজ্যে এনআরসি (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস)-এর চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন ১৯ লাখ মানুষ। এদের প্রায় সবাই বাংলা ভাষাভাসী বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে বাদ পড়া মানুষকে ‘বিদেশি’ বা ‘বাংলাদেশি’ বলে অভিযোগ করা হলেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আসামে এনআরসি থেকে বাদ পড়ারা কোনোভাবেই বাংলাদেশের নাগরিক না।

আজ শনিবার আসামে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে আজ বিকালে সিলেটে সাংবাদিকদের কাছে মন্ত্রী বলেছিলেন, আসামের সমস্যা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরকালে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিলো, তিনি তখন বলেছিলেন এটি ভারতের অভ্যন্তরীণ সমস্যা। এ নিয়ে বাংলাদেশীদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর