আসামারে নাগরিকত্ব ইস্যু: আমার বাবা বাংলাদেশি আমাকেও বের করে দিন

কড়া নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে শনিবার (৩১ আগস্ট) ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) প্রকাশ করা হয়েছে। এই তালিকা থেকে প্রায় ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন বাদ পড়েছেন।তার আগে আসামে ১৪৪ ধারা জারি করেছেন মোদি সরকার।মোদি সরকারের এমন নীতির ফলে ক্ষোভে ফেটে পড়েছেন সেখানকার মানুষ।

ইতিমধ্যে এনআরসির পদ্ধতি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন দেশটির অনেকেই। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমার বাবা বাংলাদেশি ছিল, আমাকেও বের করে দিন।

এছাড়া এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশের পর দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারিও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ধর্ম নিরপক্ষে পদ্ধতিতে এনআরসি করা উচিত।

এনআরসি নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেসের অন্যান্য নেতারা। সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, এনআরসি’তে অনেক ভারতীয়র নাম বাদ পড়েছে। পাশাপাশি অনেক বিদেশির নাম নথিভুক্ত হয়েছে। যার ফলে বেশি সমস্যা তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন তরুণ গগৈ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর