চট্টগ্রামে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন উদ্ধার

চট্টগ্রাম হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুল এলাকায় অভিযান চালিয়ে একটি কারখানা হতে ১ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

শনিবার (৩১ আগস্ট) সকালে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিকের নেতৃত্বে হাটহাজারীর ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন তৈরির সঙ্গে জড়িত কারখানা মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা বলেন, ফতেয়াবাদ পশ্চিম ছড়ারকুলে রাজ আবাসিক এলাকায় একটি কারখানায় অভিযান চালিয়ে ১ টন পলিথিন জব্দ করা হয়েছে। কারখানার মালিক জসিম উদ্দীনকে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর