নোয়াখালীর সেনবাগ থানা ও উপজেলা কমিউনিটি পুলিশ এর আয়োজনে সকালে উপজেলা অডিটরিয়ামে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদনির্মূলের লক্ষে আলোচনা সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। আরো উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার শাহ জাহান শেখ, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান, বেঙ্গল গ্রুপ এর পরিচালক সাইফুল আলম দিপু, পৌর মেয়র আবু জাফর টিপু,জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম কবির।
অনুষ্ঠানে বক্তারা মাদক ও সন্ত্রাস রোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।
বার্তাবাজার/কে.জে.পি