দুইবার ব্যাটিংয়ে নেমেও ব্যর্থ সাকিব

নিজেদের মধ্যে গা গরমের প্রস্তুতি ম্যাচ, শুধু দুইবার কেন?- নিজের প্রস্তুতি যথাযথ মনে না হলে, আরও কয়েকবার নামতেই পারেন যেকোনো ব্যাটসম্যান। তা করেছেন সাকিব আল হাসানও। কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। তবে প্রথমবারে গোল্ডেন ডাকে আউট হলেও, দ্বিতীয়বার খুলতে পেরেছেন রানের খাতা।

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর থেকে ক্রিকেট ব্যাট-বল থেকে বেশ দূরেই ছিলেন সাকিব। তাই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে নিজের অনুশীলন সেরে নিতে একদমই সময় নষ্ট করেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপে নিজের প্রস্তুতি সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তিনি।

কিন্তু নিজেদের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচে সে অর্থে কথা বলেনি সাকিবের ব্যাট। তার অধীনে লাল দল এবং মুশফিকুর রহীমের নেতৃত্বে সবুজ দলে ভাগ হয়ে এ ম্যাচ খেলছে অনুশীলন ক্যাম্পে থাকা খেলোয়াড়রা। মূল উদ্দেশ্য লাল বলের ক্রিকেটের সঙ্গে ছয় মাসের বিচ্ছেদটা কাটিয়ে ওঠা।

সে লক্ষ্যে প্রথম দিনে অন্তত পাস মার্ক পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের দলের হয়ে খেলতে নেমে করেছেন ফিফটি। টেস্ট মেজাজে খেলে ১৪৩ মিনিট ব্যাটিং করে ৭ চারের মারে ১০১ বলে ফিফটি পূরণ করেন মাহমুদউল্লাহ। ভালো শুরুর পরও সাব্বির আউট হন ৫৫ বলে ৩৪ রান করে।

তবে সবাইকে অবাক করেছে সাকিবের ব্যাটিং নিষ্প্রভতা। প্রথমবারে উইকেটে এসে তাসকিন আহমেদের ওভারে নিজের প্রথম বলেই সাজঘরে ফিরে যান তিনি। পরে আবার ব্যাটিংয়ে সাব্বির আউট হওয়ার পর।

এবার ভালো শুরু করে ছন্দে থাকার ইঙ্গিত দেন তিনি। কভার ড্রাইভে দারুণ এক চার মেরে নিজের আত্মবিশ্বাসেরই জানান দেন সাকিব। কিন্তু তাইজুলের বলে লেগসাইডে ঘোরাতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে যান সাকিব।

এ দফায় দুই চারের মারে ১৪ বলে ৯ রান করতে সক্ষম হন তিনি। এর আগে জহুরুল ইসলাম ২৫ বলে ১৩, মোহাম্মদ মিঠুন ১৪ বলে ১ এবং লিটন কুমার দাস ৭৩ বলে ২৫ রান করে আউট হন।

উল্লেখ্য, লাল দলের সাকিবের দলের সৈন্যরা হলেন ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম ও মোহাম্মদ মিঠুনসহ ক্যাম্পের আরও খেলোয়াড়রা। অন্যদিকে সবুজ দলে মুশফিক রহীমের অধীনে রয়েছেন সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, ফরহাদ রেজা ও তাইজুল ইসলামরা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর