শেরপুর জেলা বিএনপি’র নয়া কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের রঘুনাথ বাজারস্থ বিপ্লব-লোপা মেমোরিয়াল গার্লস স্কুল চত্ত্বরে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

তবে নব ঘোষিত কমিটির প্রায় সকল নেতা উপস্থিত থাকলেও একাধিক মামলায় কারাগারে থাকার দরুন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী উপস্থিত ছিলেন না।

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর ৩ আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে পরিচিতি সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

সভার শুরুতে ১৫২ সদস্য বিশিষ্ট শেরপুর জেলা কমিটির নেতৃবৃন্দকে রজনীগন্ধ্যা ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হাতে জিম্মি হয়ে পড়েছে। গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন।

আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এজন্য তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ পলাশ ও আবু রায়হান রুপন প্রমুখ।

পরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নির্বাহী কমিটির এক সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী কারাগারে থাকায় আব্দুল আওয়াল চৌধুরীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হয়।

সেইসাথে আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি গ্রহণসহ তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকা- জোরদার করতে করণীয় বিষয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় নেতারা আরও বলেন, আগামী দিনের আন্দোলন-সংগ্রামের বিষয়টি মাথায় রেখে তরুণ নেতাদেরকে প্রাধান্য দিয়ে গত ৬ আগস্ট ১৫২ সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে যারা হবে আগামী দিনের শেরপুরের উন্নয়়নের হাতিয়ার।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর