আশাশুনিতে প্রশাসনের উদ্যোগে এডিস মশার প্রজনন ধ্বংসের কার্যক্রম

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে এডিস মশার প্রজনন ধ্বংস করার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

আশাশুনির সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের নেতৃত্বে শোভনালী ইউনিয়নের শালখালী বাজার ও সংলগ্ন বাড়িতে একার্যক্রম পরিচালনা করা হয়।

জেলা প্রশাসক সাতক্ষীরার নির্দেশক্রমে ও উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার পরামর্শানুযায়ী তিনি বাজারের বিভিন্ন দোকান ও দোকানের আঙিনা ও পিছনের অপরিচ্ছন্ন স্থানে এডিস মশার প্রজনন ধ্বংস কার্যক্রম পরিচালনা করেন।

এসময় সকলকে নিজেদের বাসা বাড়ির আঙিন, ছাদবাগান, ফুলের টব, নারিকেলের খোলা, গর্ত, ড্রেন, ভাঙ্গা হাড়ি পাতিলসহ যে সব স্থানে পানি জমে সে গুলি পরিস্কার পরিচ্ছন্ন করার জন্য অনুরোধ জানান হয়।

এছাড়া বিভিন্ন বাড়িতে গিয়ে সচেনতনতা মূলক হ্যান্ডবিল বিতরণ ও মশা ধ্বংস সম্পর্কে পরামর্শ প্রদান করেন। কার্যক্রম পরিচালনাকালে সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা, এইচআই (সেনেটারী ইন্সপেক্টরের সহযোগি) মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ তার সাথে ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর