প্রশ্নফাঁসের অভিযোগে ঢাবির ৬৯ শিক্ষার্থী বহিষ্কার

প্রশ্নফাঁসের দায়ে সিআইডির চার্জশিটভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৯ শিক্ষার্থীকে অস্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায়।

এরআগে, গত ৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়। সে প্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সেই সিদ্ধান্ত অনুমোদন দেয় আজ।

এসব শিক্ষার্থী ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

উল্লেখ্য, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চলতি বছরের ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৮৭ জন শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় সিআইডি।

পরবর্তীতে এই মামলায় ২৬ জুন ৭৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর হাকিম মো. সারাফুজ্জামান আনসারী।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর