কাশ্মীরী দুই বোনকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পরই বাড়ি-জমির সঙ্গে কাশ্মীরের ‘ফর্সা মেয়ে’দের খোঁজ চলছিল অনেকটা ঝড়ের গতিতে। অনেকেই কাশ্মীরের মেয়েদের বিয়ে করার স্বপ্নও দেখেছিলেন।

আর সেই স্বপ্নকে বাস্তয়বান করার অভিযোগ উঠল বিহারের দুই ব্যক্তির বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্র জানা যায়, রামবান জেলায় থাকতেন দুই ভাই, পারভেজ আলম ও তাবরেজ আলম। বিহারের সুপল জেলার রামবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা তারা।

কাশ্মীরে কাঠের কাজ করতে গিয়ে ওই দুই বোনকে ভালবেসে ফেলেন দুই ভাই। তাদের বিয়ে করে বিহারে নিজেদের গ্রামে নিয়ে চলে আসেন তারা। স্থানীয় পুলিশ সুপার জানান, ‘দুই বোনের বাবা থানায় অপহরণের অভিযোগ দায়ের করে।

পরে জম্মু-কাশ্মীর পুলিশের একটি দল অভিযুক্তদের খুঁজতে খুঁজতে বিহারে চলে আসে এবং তাদের প্রেপ্তার করে। অভিযুক্তদের বক্তব্য, বিয়েতে রাজি হয়েছিলেন দুই বোন।’

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর