ডোমার পৌর সভায় মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন

নীলফামারীর ডোমার উপজেলায় বৃহ:বার (২৯ আগষ্ট) দুপুর ১২টায় ডোমার পৌর ভবন চত্বরে ফুকার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা ও পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

এ সময় পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, ডোমার পৌর প্রকৌশলী জোবায়দুল ইসলাম, পৌর প্যানেল মেয়র অহিদুল ইসলাম, উম্মে কুলছুম, কাউন্সিলর আকতারুজ্জামান সুমন, শফিক বিন মোর্শেদ তরুন, হাবিবুর রহমান হাবিব, মিজানুর রহমান তুলু, সামিউল ইসলাম, ভারতি রানী প্রমুখ উপস্থিত ছিলেন।

পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ও পৌরসভার অর্থায়নে ফুকার মেশিন ও মেডিসিন ক্রয় করা হয়। মশক নিধন অভিযান পৌর সভার ৯ টি ওয়ার্ডে এক মাস চলবে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর