কলাপাড়ায় শিশুদের সাঁতার শেখা কার্যক্রমের ভাসা প্রকল্পের বার্ষিক সভা

কলাপাড়ায় সাঁতার এবং শিশুদের নিরাপদ রাখতে ভাসা প্রকল্পের অগ্রগতির বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সেন্টার ফর ইনজুরি প্রিভেনসন অ্যান্ড রিসার্চ (সিআইপিআরবি) আয়োজন করে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. মুনিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, নারী ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

সিআইপিআরবি’র পলিসি এ্যাডভোকেসি স্পেশালিষ্ট সদরুল হাসান মজুমদারের স লনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল আকন, মো. হুমায়ূন কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

সভার শুরুতে ভাসা প্রকল্পের আঁচল, সাঁতার সংক্রান্ত বিষয়ে সকলকে ধারণা দেন। উপজেলা সমন্বয়কারী মো. সেলিম মিয়া সাঁতার, ফাস্ট এইড, আঁচল বেসিক, প্রশিক্ষন পেয়ে শিশুরা জীবন রক্ষা করছে তা মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন।

বক্তারা ‘উপকূলবর্তী এলাকায় সাঁতার না জানার কারণে অনেক শিশু-কিশোর পানিতে ডুবে মারা যায়। যার কারণে উপকূলের শিশুদের সাঁতার শেখানোর দরকার। সাঁতার জানা থাকলে কোনো শিশু পানিতে ডুবে মারা যাবেনা।

তা ছাড়া কেউ অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে সাঁতার জানা শিশুরা তাঁদের উদ্ধার করতে পারবে। এই কর্যক্রেম চলমান থাকায় পাতি ডুবে শিশু মৃত্যুর হার কমে এসেছে। সাঁতার জীবনের জন্য একটা অপরিহার্য বিষয়। যাতে করে ভাসা প্রকল্প কার্যক্রম চালিয়ে নেয়া উপর গুরুত্ব আরোপ করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর