সিরাজগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ

সিরাজগঞ্জের কামারখন্দে ২০১৯-২০ অর্থ বছরে কৃষি পূর্নবাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে কমিউনিটি বীজতলায় উৎপাদিত রোপা আমন ধানের চারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিন্যামূল্যে বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ আগস্ট) কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের স্থাপিত পাঁচ একর জমিতে উৎপাদিত ধানের চারা উপজেলার প্রায় ৩০৩ জন প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ বিঘা জমির ধানের চারা বিনামূল্যে প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরন ক‌রেন,উপজেলা চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ। এ সময় উপজেলার ৩০৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর