লক্ষ্মীপুরে শোক দিবস উপলক্ষে জেলা পরিষদের গণভোজ ও আলোচনা

১৫ ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পরিষদের সামনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপি। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জ চন্দ্র পাল, জেলা পরিষদ নির্বাহী মীর শওকত হোসেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, টুমচর ইসলামীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন আল মাদানী।

জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ ফরিদা ইয়াসমিন লিকার সঞ্চালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য, কর্মকর্তাসহ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাঁকে স্ব পরিবারে হত্যা করেছে। তারা চেয়েছিল ইতিহাস থেকে তাঁর মুছে দিতে। তবে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের মানুষের অন্তরে বঙ্গবন্ধুর নাম গেঁথে আছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর