শার্শায় মশক নিধন ও পরিচ্ছন্নতা বাস্তবায়ন সংক্রান্ত আলোচনা সভা

যশোর শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে মশক নিধন পরিচ্ছন্নতা বাস্তবায়ন সংক্রান্ত কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(বৃহস্পতিবার ২৯শে আগস্ট) সকাল দশটায় শার্শা উপজেলা সভাকক্ষে মশক নিধন পরিচ্ছন্নতা বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়।উপজেলা নিবার্হী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫ যশোর-১শার্শা আসনের বারবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিন৷

এসময় আরো উপস্থিত ছিলেন,এসিল্যান্ড মৌসুমী জেরিন কান্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আলমগীর হোসেন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষী,দপ্তর সম্পাদক উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা অফিসার অশোক কুমার সাহা সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর