মাটির নিচে মিলল ২২৭ শিশুর লাশ!

পেরুতে মাটির নিচে একত্রে ২৭৮ শিশুর লাশের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ববিদরা। প্রাচীন চিমু সভ্যতায় এসব শিশুরা।এক সঙ্গে এত শিশু কিভাবে এখানে এ নিয়ে চলছে আলোচনা।

প্রত্নতত্ত্ববিদ এবং সেখানকার অনেকের দাবি, ‘বলি প্রথা’র শিকার হয়েছেন এই অবুঝ শিশুরা।যদিও বর্তমানে এই প্রথা অনেকটা বিলুপ্ত প্রায়।তবে এখনও ভারতের বিভিন্ন রাজ্যে এর দেখা মিলে।

পেরুর রাজধানী লিমার উত্তরে অবস্থিত হুয়ানচাকোতে গত বছরের থেকে খননকার্য চালাচ্ছে‌ন প্রত্নতত্ত্ববিদরা। সম্প্রতি সেই খননকাজের শেষ অংশ হাত দিয়ে এই শিশুদের লাশ পাওয়া যায়।

সংবাদমাধ্যম এএফপির খবরে বলা হয়েছে, ওই খনন কাজের মূখ্য প্রত্নতত্ত্ববিদ ফেরেন ক্যাস্টিল্লো জানিয়েছেন, একসঙ্গে এতগুলি বলিপ্রদত্ত শিশুর দেহের সন্ধান এর আগে পাওয়া যায়নি। পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর