কলাপাড়া’র লালুয়া ইউনিয়নে বঙ্গবন্ধু’র ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্মরণ কালের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন আ.লীগ আয়োজিত এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.মহিব্বুর রহমান মহিব। ২৮ আগস্ট বুধবার বিকালে লালুয়ার বানাতি বাজারে শোকের মাসের এ সভায় সভাপতিত্ব করেন লালুয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মিয়া মো. চান খান।

অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া উপজেলা আ.লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, লালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, আ.লীগ নেতা অধ্যক্ষ ড.শহিদুল ইসলাম বিশ্বাস, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য মোশারেফ হোসেন মৃধা ও ফিরোজ শিকদার, উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো.মনজুরুল ইসলাম, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, কলাপাড়া সমিতি ঢাকা’র নির্বাহী সভাপতি এম আহসান হাবীব খান, আ. যুবলীগ নেতা মনিরুল ইসলাম, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি জিয়াউর রহমান জিয়া, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রত্যাশী ফয়জুল ইসলাম আশিক তালুকদার, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক শমসের কবির খান, উপজেলা শ্রমিক লীগ সহ-সভাপতি তারিকুল ইসলাম খান, আ.লীগ নেতা ফোরকান প্যাদা। লালুয়া ইউনিয়ন আ.যুবলীগ সহ সভাপতি আ: হক মৃধা প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউনিয়ন আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো.জুনায়েদ খান। আসর নামাজবাদ বানাতী বাজার জামে মসজিদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাও.নকিব মাতুব্বর।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর