শেরপুরে দুই ফার্মেসীর ১৩ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৮ আগস্ট দুপুরে পৌর শহরের হাটখোলা রোড এলাকায় ডন ফার্মেসী ও ভূইয়া মেডিকেল স্টোরের ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমানের নের্তৃত্বে শেরপুর পৌর শহরের হাটখোলা রোড এলাকায় বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় ভূইয়া মেডিকেল স্টোরে অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ন ঔষধ থাকায় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮ ধারায় ৮ হাজার টাকা ও ডন ফার্মেসীতে অপরিস্কার ও মেয়াদ উত্তীর্ন ঔষধ থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ড্রাগ সুপারভাইজার আহসান হাবিব, শেরপুর থানার এসআই রোম্মানসহ সাংবাদিক বৃন্দ।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত রহমান বলেন, অবৈধ ও অনুমোদনহীন ঔষধ যারা রাখবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর