শেরপুরে তথ্য সেবা কেন্দ্র শুভ উদ্বোধন

“শেখ হাসিনার সহায়তা, তথ্য আপা পথ দেখায়‘ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে প্রধানমন্ত্রীর স্বপ্নপ্রসূত ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) ‘তথ্য সেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা গেটের সামনে হাইওয়ে রাস্তার পূর্ব পার্শ্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ও তথ্য সেবা কর্মকর্তা হাবিবা খানম এর পরিচালনায় উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা চেয়ারম্যান ও বগুড়া জেলা আ’লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু, ১৩ জন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন, লায়লা ইয়াসমিন, ফরিদা সুলতানা, জিন্নাতুল ইসলাম, সবুজ হাসান, নূরুল আমিন, আহমেদ সাদাত, কুরশিয়া আক্তার, আরিফ উল্লাহ নিজামী, মেহেদী হাসান, রেজওয়ানা চৌধুরী, ওয়াসিউজ্জামান চৌধুরী, রূপম দাস, ১জন পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব মাহাদি আলম বিনতু, ২জন সহকারী পুলিশ কমিশনার রায়হান সরকার, মঞ্জুরুল ইসলাম ও তথ্য সেবা সহকারী কর্মকর্তা সোনিয়া সামাদ, শুকলা রানী দত্তা প্রমুখ।
স্বচ্ছতার সাথে সরকার নির্ধারিত সেবা মূল্যে নির্ধারিত সময়ে বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহন, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা জেন্ডার, কৃষি বিষয়ক সেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ই-সেবার মাধ্যমে মালিকানার সহিমোহর আবেদন গ্রহণ, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্স সরবরাহকরণের লক্ষ্যে এ তথ্য সেবা কেন্দ্রটি চালু করা হয়েছে। সরকারি সেবা সহজীকরণে এ তথ্য সেবা কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর