তুরস্কে পৌঁছলো ‘এস-৪০০’র দ্বিতীয় চালান

রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান পৌঁছেছে তুরস্কে। রাজধানী আঙ্কারার কাছে মূর্তেদ বিমান ঘাঁটিতে রাশিয়ার সামরিক পরিবহন এস-৪০০ চালান নিয়ে অবতরণ করে।

মঙ্গলবার (২৭ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিবৃতিও দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান তুরস্কে পৌঁছেছিল ২ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে। এবার দ্বিতীয় চালান এসে পৌঁছলো।

তবে দ্বিতীয় চালানে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমস্ত উপকরণ তুরস্কে পৌঁছাতে প্রায় এক মাস সময় লাগবে।

আমেরিকার কাছ থেকে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চেষ্টা করেছিল তুরস্ক এবং মার্কিন সরকারের আংকারাকে এ ব্যবস্থা সরবরাহ করার প্রতিশ্রুতিও দিয়েছিল। কিন্তু পরবর্তীতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে অস্বীকার করে। এরপর তুরস্ক রাশিয়ার দিকে ঝুঁকে পড়ে এবং মস্কো থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংগ্রহ করল। মার্কিন সরকার এতে ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়েছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর