যুদ্ধের প্রস্তুতি চীন-পাকিস্তান বিমানবাহিনীর , পর্যবেক্ষণে ভারত

সময় যত গড়াচ্ছে ততই যেন উত্তেজনা বাড়ছে ভারত-পাকিস্তানের মধ্যে।এবার কাশ্মীর উত্তেজনার মধ্যে লাখাদের নিকটবর্তী সীমান্তে চীন ও পাকিস্তানি বিমানবাহিনী যুদ্ধের প্রস্তুতিমূলক মহড়া চালাচ্ছে। বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে ভারতীয় সেনাবাহিনী।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুড মঙ্গলবার (২৭ আগস্ট) দিল্লির সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানি জেএফ-১৭ এবং চীনের জে-১০ যুদ্ধবিমান মহড়া চালাচ্ছে। মহড়ার স্থানটি লেহ শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তরে।

মহড়ায় পাকিস্তানের গিলগিটের বালিতিস্তান অঞ্চলে জেএফ-১৭ বিমানগুলো গিয়েছে। ভারতীয় বিমানবাহিনী সেগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর