বেরোবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যানের দায়িত্বে কাজী রেজুয়ান হোসেন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক কাজী রেজুয়ান হোসেন।

জানা যায়, রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর সংবিধির ধারা ৩৯(২) এর উপধারা ১১(২) অনুসারে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল এএফডব্লিউসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত (২৭ আগস্ট) মঙ্গলবার এক আদেশে এই নিয়োগ প্রদান করেন।

এই নিয়োগ আদেশ ২৮ আগস্ট ২০১৯ তারিখ পূর্বাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর