আমাজনের আগুনের ধোঁয়ায় ফুটবল ম্যাচ বন্ধ

ব্রাজিলে আমাজন বনে আগুনের ধোঁয়ায় বন্ধ হয়ে যায় একটি ফুটবল ম্যাচ। সোমবার সকালে রিও ব্রাঙ্কো শহরের একটি স্টেডিয়ামে খেলা চলছিলো। এসময় আমাজনের দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ায় খেলোয়াড়দের শ্বাসরুদ্ধ অবস্থায় পড়ে যায়। শেষে ম্যাচ বন্ধ করে দেয় রেফারিরা।

মূলত তখন দেশটির তৃতীয় বিভাগের অ্যাটলেটিকো অ্যাক্রেয়ানো এবং লুভেরডেন্স নামের দুটি দলের খেলা চলছিলো।

এ ধোঁয়া স্টেডিয়ামে কীভাবে এলো তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। কারণ সেখান থেকে আমাজন বেশ দূরে। ম্যাচ শুরুর আগে প্র্যাকটিসের সময় এর কোনো আলামত ছিল না।

অবশ্য শুরু থেকেই নানা ঝামেলায় জর্জরিত ছিল ম্যাচটি। অ্যাম্বুলেন্সের অভাবে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১৫ মিনিট পর। ম্যাচ শুরুর ৬ মিনিট পর আবার ধোঁয়ার কারণে বন্ধ রাখতে হয়।

শেষ পর্যন্ত এ ম্যাচ সম্পন্ন হয়েছে। তাতে হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। তবে শেষে হাসি হেসেছে অ্যাটলেটিকো। লুভেরডেন্সকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর