ফুটফুটে নবজাতক রেখে অভিভাবক উধাও

ফুটফুটে নবজাতক। যেনো আকাশের চাঁদ মাটিতে লুটিয়ে পড়েছে। দিনে-দুপুরে এক টুকরো আলোর ঝলকানি। এমন এক দৃশ্যের অবতারণা ঘটে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে।

তবে ফুটফুটে এই নবজাতককে রেখে অভিভাবক লাপাত্তা হয়ে গেছে। পরে হাসপাতালে কর্মরত আনসার সদস্যরা শিশুটিকে উদ্ধার করে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা যায়, হাসপাতালের গেটে ওই শিশুকে দেখে কোলে তুলে নেন আনসার সদস্য রূপক ও তোফায়েল। শিশুটির কোনো বৈধ অভিভাবক পাননি তারা। পরে আনসার সদস্যরা হাসপাতাল পুলিশের এসআই মনজুরের কাছে শিশুটিকে হস্তান্তর করেন। বর্তমানে ওই শিশু পুলিশ হেফাজতে আছে।

এ বিষয়ে হাসপাতালের আনসার কমান্ডার মো. নাসির উদ্দিন জানান, ৭-৮ দিন বয়সের ফুটফুটে এই ছেলে শিশুটিকে লালন-পালন করছেন হাসপাতাল পুলিশ ক্যাম্পের নারী সদস্যরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর