নওগাঁর মহাদেবপুরে খাদ্যে বিষক্রিয়ায় স্বামী-স্ত্রী ও মেয়ে নিহত

নওগাঁর মহাদেবপুর উপজেলার চকযদুরী গ্রামে স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ের মারা গেছেন। শুক্রবার মধ্য রাতে তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। আজ সকালে এলাকাবাসী বিষয়টি জেনে পুলিশকে সংবাদ দেন ।

নিহতরা হলেন উপজেলার চকযদুরী গ্রামের অর্জন কুমার(৩৩), তার স্ত্রী তিথী রানী (২৬) এবং তাদের তিনবছরের মেয়ে অনন্যা।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গতকাল শুক্রবার বিকেলে বাজার থেকে দই কিনে আনেন অর্জন কুমার । এরপর রাতে সবাই ভাত খাওয়ার পর দই খান। এরপরই স্বামী-স্ত্রী এবং তাদের মেয়ের বুমি শুরু করেন। রাতেই তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই অর্জন কুমারকে রামেকে নেয়া হয়। আর মেয়ে অনন্যাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তিনজনই মারা যান।

ওসি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে- তারা দইয়ে বিষক্রিয়া হয়ে মারা গেছেন।তবে অন্য কোন ঘটনা আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর