অবশেষে বার্সায় যাচ্ছেন নেইমার

ব্রাজিলীয় ফুটবল সুপারস্টার নেইমারের ট্রান্সফার নাটকের অবসান হতে যাচ্ছে। অবশেষে বার্সার প্রস্তাবে রাজি হয়েছে ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া দৈনিক মুন্ডো দেপর্তিবোর সাংবাদিক ফ্রানসিস্ক অ্যাগুইলার টুইটারে জানিয়েছেন, ১৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সায় যোগ দিচ্ছেন নেইমার।

এ ছাড়া বার্সার দেওয়া প্রস্তাবে পিএসজি রাজি হয়েছে বলে স্প্যানিশ গণমাধ্যমগুলোও খবর প্রকাশ করেছে। আজ অথবা কালের মাধ্যমে বিস্তারিত ঘোষণা আসতে পারে।

ফ্রানসিস্ক তার টুইটে আরও জানিয়েছেন, বার্সা দুই কিস্তিতে এই টাকা পিএসজিকে শোধ করবে। তবে চুক্তিতে বার্সার কোনো খেলোয়াড় পিএসজিতে যাওয়ার কথা বলা হয়নি।

এদিকে কিছুকিছু গণমাধ্যম এখনো বলছে, প্যারিসে বার্সা-পিএসজির বৈঠক চলমান রয়েছে। দুই ক্লাব এখনো চুড়ান্ত সিদ্ধান্তে আসেনি।

পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে আলোচনা করতে বার্সেলোনার প্রতিনিধি হিসেবে এসেছেন ক্লাবের সিইও অস্কার গ্রাউ, স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ও এক্সিকিউটিভ ডিরেক্টর হ্যাভিয়ার বোরদাস।

আগামী ১ সেপ্টেম্বর বন্ধ হয়ে যাবে ট্রান্সফার উইন্ডো। এরপর আর কোনো ক্লাব খেলোয়ার কেনাবেচা করতে পারবে না।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর