সোনাইমুড়ীতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

পুলিশ সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে নোয়াখালীর সোনাইমুড়ীতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার সময় সোনাইমুড়ী থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা। সোনাইমুড়ী থানার ওসি আব্দুস সামাদ পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি মাহফুজুর রহমান ভিপি বাহার, সাধারণ স¤পাদক আফম বাবুল বাবু প্রমুখ।

অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ
জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে।

মাদকের সঙ্গে কোন আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর