মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে ২৬ লক্ষ টাকা ছিনতাই

টাঙ্গাইলের মির্জাপুরে প্রকাশ্য দিবালোকে ব্রিটিশ টোবাকো কোম্পানির ২৬ লক্ষ টাকার ছিনতাই হয়েছে।। ঘটনাটি ঘটেছে আজ সকাল ৯টায় মির্জাপুর সদরের মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে।

ব্রিটিশ টোবাকোর কোম্পানির সুপারভাইজার মোঃ আসাদ জানান, আমরা মোটরসাইকেল যোগে বাইমহাটি অফিস থেকে ২৬ লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে অগ্রণী ব্যাংক মির্জাপুর শাখায় জমা দিতে যাচ্ছিলাম। মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার উল্টো দিকে দাড় করানো ছিল চারটি পালসার মোটরসাইকেল। চালকসহ তাদের সবার মাথায় হেলমেট এবং সবারই মুখ বাধা ছিল। আমরা বিদ্যালয়ের সামনে পৌছানোর সাথে সাথে তারা আমাদের ঘিরে ফেলে আমার মাথা ধরে নিচু করে গালি দেয়। তখন বিষয়টি বুঝতে পেরে হিসাব রক্ষন কর্মকর্তা মতিন টাকার ব্যাগটি শক্ত করে ধরে রাখে। ব্যাগটি তারা জোরাজুরির এক পর্যায়ে ফাঁকা গুলি করে ব্যাগ নিয়ে মির্জাপুর পৌরসভার সামনে দিয়ে চলে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মির্জাপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার দিপংকর ঘোষ, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সায়েদুর রহমান।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি (তদন্ত) মোঃ মোশারফ হোসেন বলেন, আমরা এ ব্যাপারে তৎপর আছি। আশা করছি ছিনতাইকারীদের দ্রুতই ধরতে সক্ষম হব।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর