গুলশানে আগুন লেগেছে, ওই এলাকা এড়িয়ে চলুন: মুশফিক

রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগিকাণ্ডের রেশ না কাটতেই গুলশান-১ এর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। পাশাপাশি সেনাবাহিনীও যোগ দিয়েছেন।

শনিবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু শংকা রয়েছে।

ইতিমধ্যে সেই খবর পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেটারদের কানে। এ নিয়ে সরব তারা। সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ করেছেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। ঘটনার পর পরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন তিনি।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিখেছেন, গুলশান-১ এ ডিসিসি মার্কেটে আগুন লেগেছে। ওই এলাকা এড়িয়ে চলুন। যেন ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরী যানবাহনের চলাচলে অসুবিধা না হয়।

উল্লেখ্য, গেল বৃহস্পতিবার বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। এতে ২৫ জন নিহত হন। আহত হন ৭৩ জন। না জানি গুলশানে কোন ট্র্যাজেডি অপেক্ষা করছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর