বাকৃবিতে শুভ জন্মাষ্টমী পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম আর্বিভাব তিথি জন্মদিন উপলক্ষে শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপনের আনুষ্ঠিকতা শুরু হয়।
আনুষ্ঠিকতার শুরুতে এক বর্ণাঢ্য মঙ্গলশোভা যাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। বিশ^বিদ্যালয়ের হিন্দু সম্প্রদায়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ওই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রাড় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধরাধামে আবির্ভূত হন মহাবতার শ্রীকৃষ্ণ। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তি প্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে, জন্ম নেন কংসের কারাগারে। শিষ্টের পালন ও দুষ্টের দমনে ব্রতী ছিলেন তিনি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

পরে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে সন্ধ্যা সাড়ে ৭ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কেন্দ্রীয় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। এছাড়াও সাবেক ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম, সহকারি প্রক্টর অধ্যাপক ড. চয়ন গোস্বামী , পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাপন দে, পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রভাষক বিপুল চন্দ্র রায়সহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর