মাদক পাচার মামলায় সৌদি রাজপুত্রের কারাদণ্ড!

মাদক পাচার মামলায় সৌদি আরবের এক রাজপুত্রকে কারাদণ্ড দিয়েছে লেবাননের অপরাধ আদালত।

আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজ নামের ওই রাজপুত্র ও তার সহযোগীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আবদুল মুহসিন বিন ওয়ালিদের ব্যক্তিগত বিমান থেকে ২০১৫ সালে মাদক উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন শুনানির পর এ মামলার রায় দিয়েছে দেশটির অপরাধ আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে এক কোটি লেবানন পাউন্ডও জরিমানা করা হয়েছে।

বৈরুত থেকে সৌদি আরবগামী রাজপুত্রের মালিকানাধীন বিমান থেকে ২০১৫ সালের ২৬ অক্টোবর দুই টন ক্যাপটাগন মাদক উদ্ধার করা হয়।

এ মামলায় বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম এবং মুবারক আল হার্থি নামে সৌদি আরবের অপর তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের প্রত্যেককে ২ লাখ লেবাননি পাউন্ড অর্থদণ্ডও দেওয়া হয়েছে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর