মৃতদের গ্রামের বাড়িতে চলছে মাতম!

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে মৃতদের গ্রামের বাড়িতে চলছে মাতম। আদরের সন্তানকে হারিয়ে স্তব্ধ মা-বাবা। শুধু স্বজন নয়, প্রতিবেশী-বন্ধুরাও শোকাহত।

রংপুরে স্ত্রীর কাছে মুঠোফোনে বাঁচানোর শেষ আকুতি জানিয়েছিলেন মোস্তাফিজার রহমান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। আগুনের ধোঁয়ায় মৃত্যুবরণ করতে হয় তাকে। তার মৃত্যুতে গ্রামের বাড়ি পীরগঞ্জে শোকার্ত মানুষের ঢল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন স্ত্রী। স্ত্রী জানান, ফোনে বারবার তিনি বলছিলেন, আমি নিঃশ্বাস নিতে পারছি না।

দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গার আব্দুল্লাহ আল মামুন। চাকরির কারণে স্ত্রী ও দুই শিশুকন্যা তানহা ও তাহিয়াকে নিয়ে বসবাস করতেন ঢাকায়। কাজ করতেন হেরিটেজ এয়ার লাইন্স নামে একটি ট্রাভেল এজেন্সিতে। ঘটনার সময় আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার। এই সংবাদে মামুনের বাড়িতে শোকে স্তব্ধ মা ও স্বজনরা।

এফ আর টাওয়ারে আগুনে নিহতদের আরেকজন কুষ্টিয়ার ইকতিয়ার হোসেন মিঠু। ১১ তলায় একটি অফিসে কর্মরত ছিলেন তিনি। তার অকাল মৃত্যুতে আড়াই বছরের সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী সালমা।

শবে-বরাতের ছুটিতে ছেলে বাড়ি আসবে সেই অপেক্ষায় ছিলেন মা। কিন্তু পাবনার আতাইকুলার চরপাড়া গ্রামে এলো আমির হোসেন রাব্বির মরদেহবাহী অ্যাম্বুলেন্স। রাব্বির বাবা বলেন, আজকে আমাকে ছেলের মৃতদেহ কাঁধে করে নিয়ে দাফন করতে হচ্ছে। আমি আশা করেছিলাম আমার ছেলে আমাকে কাঁধে করে নিয়ে যাবে।

মাত্র দুদিন আগে নিজেদের তৃতীয় বিয়েবার্ষিকী পালন করা জারিন তাসনিম বৃষ্টির যশোরের বাড়িতেও চলছে মাতম। সবশেষ গত ঈদে বাড়িতে বাবা-মায়ের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।

বনানীর আগুনে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক দম্পতির। মাকসুদুর রহমান জামি ও রুমকি রহমানের এই আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছেন তাদের স্বজনরা। রাজধানীর ফরিদাবাদে তাদের বাসায় চোখে পড়েছে শোকের করুণ চিত্র।

আগুনে পুড়ে মরা থেকে বাঁচতে লাফিয়ে পড়েন মাকসুদুর রহমান জামি। শেষ রক্ষা হয়নি। ওদিকে, ভবনের ভেতরেই প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় স্ত্রী রুমকির। দুপুরে অফিসে আগুন লাগার বিষয়টি ফোনে মাকে জানিয়েছিলেন জামি। সেটাই ছিল তার শেষ কথা। নীলফামারীতে বাবাকে মুঠোফোনে আগুন লাগার বিষয়টি জানিয়ে দোয়া চেয়েছিলেন চার মাসের অন্তঃসত্ত্বা রুমকি। তার অকাল মৃত্যুতে পুরো পরিবার শোকাহত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর