ব্রেক্সিট চুক্তি পাস হলে পদত্যাগ করবেন থেরেসা

ব্রেক্সিট চুক্তি পাস হলে পদত্যাগ করবেন বলে জানালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

বুধবার তিনি তার দল কনজাভেটিভ পার্টির আইনপ্রণেতাদের উদ্দেশে একথা জানান বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা রয়টার্স।

কনজাভেটিভ পার্টির অনেক আইনপ্রণেতা মে’র ব্রেক্সিট চুক্তিতে সমর্থন দেয়ার কথা জানিয়েছেন তার পদত্যাগের শর্তে।

তারা মে’র পরিবর্তে এমন একজন নেতাকে চান, যিনি ইউরোপিয়ান ইউনিয়নের(ইইউ) সঙ্গে ব্রিটেনের ভবিষ্যৎ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের মতামতের গুরুত্ব দেবেন।

এই বিষয়ে কনজাভেটিভ পার্টির আইনপ্রণেতাদের সঙ্গে একটি বৈঠকে মে বলেন, আমি আমার দলের আইনপ্রণেতাদের মনোভাব বুঝতে পেরেছি। সবাই একজন নতুন নেতা চান।

শুক্রবার ব্রেক্সিট চুক্তির বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে তৃতীয়বারের মতো ভোটাভুটির আয়োজন করতে চান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। এদিন চুক্তিটি যেন পাস হয় সেজন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তিনি।

চুক্তিটি পাস হলে ২২ মে ইইউ’র সঙ্গে দেশটির বিচ্ছেদ কার্যকর হবে। এদিন দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন মে।

দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেও জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। এই সময়ের মধ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন ক্ষমতাসীনেরা।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, চুক্তিটি পাস না হলে মে পদত্যাগ নাও করতে পারেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর