ঢাকা কলেজে পরিবহন সংকট নিরসন জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পরিবহন সংকট নিরসন জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছে ঢাকা কলেজ শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকাল ১১ টা থেকে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। ক্যাম্পাসে নতুন বাস না আশা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা যায়।

২৫ হাজারের বেশি শিক্ষার্থীদের জন্য মাত্র ৪ টা বাস রয়েছে। যা শিক্ষার্থীদের যাতায়াতের জন্য খুবই কষ্টকর এবং যান্ত্রিক ত্রুটির কারণে সব বাস সবসময় সচল থাকে না।

গত ২০শে মার্চ পরিবহন সংকট নিরসন সহ পাঁচদফা আন্দোলনের ডাক দেয় শিক্ষার্থীরা।

পরবর্তীতে, ২৭মার্চের মধ্যে পাঁচটি বাস দেয়ার আশ্বাস প্রদান করেন ঢাকা কলেজের অধ‍্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লাহ্। কিন্তু তার আশ্বাসের একদিন অতিবাহিত হলেও কোনো ফলাফল না পাওয়ায় আজ ২৮মার্চ আবারো আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

আজ ২৮মার্চ ১২.৩০ টায় মানববন্ধন শেষে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মোল্লার কার্যালয়ে গিয়ে আশানুরূপ সাড়া না পেয়ে কার্যালয় ঘেরাও করে রাখে এবং “বাচ চাই,বাস চাই” সহ বিভিন্ন সংকট নিরসনের স্লোগান দিতে থাকে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর