বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া সেই শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফিয়ে পড়া শিক্ষার্থী মারিয়া আক্তার (২৬) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।

মৃতের বোনজামাই আশরাফ আলী সংবাদমাধ্যমকে জানান, মারিয়া শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। গত ২৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের কৃষক রত্ন শেখ হাসিনা আবাসিক হলের ১০তলা ছাদ থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ বাচ্চু মিয়া সংবাদমাধ্যমকে বলেন, শিক্ষার্থীর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি শেরেবাংলা নগর থানাকে জানিয়েছি।

এর আগে, গত বৃহস্পতিবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আবাসিক হলের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে মারিয়া। এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর