কালিগঞ্জ ও দেবহাটার ২০ জন দলিত নারীকে সেলাই মেশিন প্রদান

সাতক্ষীরার কালিগঞ্জ ও দেবহাটার ২০ জন দলিত নারীকে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। “দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ হোক পেশাগত বৈষম্য নিরসনের হাতিয়ার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ’র আয়োজনে মঙ্গলবার (২৮ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সেলাই মেশিন প্রদান করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন নাগকির উদ্যোগ’র প্রধান নির্বাহী জাকির হোসেন।

সংস্থার বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ রহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন, কালিগঞ্জ উপজেলা সহকারী প্রোগ্রামার হেমেন্দ্রনাথ মন্ডল, বেসরকারি সংস্থা মিডা’র নির্বাহী পরিচালক দুলাল চন্দ্র দাশ, বিন্দু নারী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক জান্নাতুল মাওয়া প্রমুখ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর