নগরীর কাজির দেউরি বাজারে বেশী দামে মুরগী বিক্রির অপরাধে জরিমানা

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি বাজারে প্রতি কেজি ১৯০ টাকা দামে মুরগি বিক্রির অপরাধে এক বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সকাল থেকেই প্রতি কেজি ১৯০ টাকা দরে ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছিলো। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের উপিস্থিতি দেখেই মুহুর্থেই প্রতি কেজি মুরগি হয়ে যায় ১৮০ টাকা।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ এই অভিযান পরিচালনা করেন।

তিনি বলেন, চট্টগ্রামের সব বাজারে ১৮০ টাকায় মুরগি বিক্রি হচ্ছে। এখানে ১৯০ টাকায় বিক্রির সংবাদে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা মিলেছে। তাই মুরগী বিক্রেতা মো. শাহ আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, মুরগি বিক্রেতা মো. শাহ আলম বলেন- ৪০ কেজি মুরগি কিনলে খামারিরা ওজনে এক থেকে দেড় কেজি কম দিচ্ছে। তাই আমরা ১৯০ টাকায় মুরগি বিক্রি করছিলাম।

বার্তা বাজার/জে আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর