টি–টোয়েন্টি ক্রিকেটে অনন্য রেকর্ড রশিদ খানের

ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই প্রতিপক্ষের শিবিরে মূর্তিমান আতঙ্কের নাম আফগান লেগ স্পিনার রশিদ খান। ফ্র্যাঞ্চাইজি কিংবা আন্তর্জাতিক ক্রিকেট, সব জায়গাতেই দাপট দেখিয়ে বেড়ানো রশিদ এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গড়লেন এক অনন্য কীর্তি।

গতকাল পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান। খেলায় আফগানরা হারলেও বল হাতে দ্বিতীয় বল করেই টানা একশ বলে কোনো বাউন্ডারি হজম না করে বিরল এক রেকর্ড গড়েন রশিদ।

এদিকে রশিদ খান বাউন্ডারি না খেয়ে ১০০ বলে ডট দিয়েছেন ৪৭টি। আর এই ১০০ বলে তিনি দিয়েছেন ৯৮ রান। উইকেট নিয়েছেন ৪টি।

এদিকে পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নিয়েছিল আফগানিস্তান। তাই শেষ ম্যাচ জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ফেলার সুযোগ ছিল আফগানদের। তবে ব্যাটে-বলে জ্বলে উঠে রশিদ-নবীদের হারিয়ে হোয়াইটওয়াশ হওয়ার শঙ্কা এড়ায় পাকিস্তান।

বার্তাবাজার/এম আই

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর